আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীর ফোনে চোখ রেখে বিপাকে পড়লেন বেঙ্গালুরুর এক আইটি কর্মী৷ এই অভিযোগেই রান্নাঘরের ছুরি দিয়ে স্বামীর আঙুল কাটলেন তাঁর স্ত্রী৷ বিহারের বাসিন্দা চন্দ্রপ্রকাশ সিং ও তাঁর স্ত্রী সুনীতা সিং থাকেন বেঙ্গালুরুতে৷ সাত বছরের বিবাহিত জীবন তাঁদের৷ দু’জনেই চাকরি করেন আইটি সংস্থায়৷ চন্দ্রপ্রকাশের অভিযোগ, তাঁর স্ত্রী ফোনে মাত্রাতিরিক্ত আসক্ত৷ এ নিয়ে তিনি বিরক্ত ছিলেনই৷ তবে সহ্যের সীমা ছাড়ায় যখন একদিন রাত ১১টায় ফিরেও দেখেন কোনও রান্নাবান্না হয়নি৷ প্রশ্ন করলে তাঁর স্ত্রী জানান, অনলাইনে খাবার অর্ডার দেওয়া হয়েছে৷ পুরো কথপোকথনের সময়ই সুনীতা ফোনে ব্যস্ত ছিলেন৷ সত্যিই খাবার অর্ডার দেওয়া হয়েছে কি না দেখতে স্ত্রীর ফোন হাতে নেন চন্দ্রপ্রকাশ৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সুনীতা৷ স্বামীর থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি৷
এ নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ চলে৷ এরই মধ্যে রান্নাঘরে ঢুকে ছুরি এনে স্বামীর আঙুলে সজোরে আঘাত করেন সুনীতা৷ ফোন মাটিতে ফেলে চন্দ্রপ্রকাশ ঘর থেকে বাইরে বেরিয়ে যান৷ স্থানীয় হাসপাতালে ক্ষতের চিকিৎসা করান তিনি৷
ঘটনায় রীতিমতো আতঙ্কিত চন্দ্রপ্রকাশ৷ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি৷ ঘরে সুরক্ষারও বন্দোবস্ত চেয়েছিলেন তিনি৷ যদিও পুলিশ তা নাকচ করে৷ পুলিশ জানিয়েছে, চাইলে ওই দম্পতি পরস্পরের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে পারেন৷ তবে পুলিশ ওই দু’জনেরই মা-বাবাকে খবর দিয়েছে৷ ঘরোয়া স্তরে সমস্যার সমাধান হোক, এটাই আশা পুলিশের৷-সংবাদ প্রতিদিন
১৮ মে ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ