বুধবার, ১৮ মে, ২০১৬, ০৮:১৬:৩৩

সৌদি আরবের ঘোর আপত্তিকে পাত্তা না দিয়ে সেই বিল পাশ করল আমেরিকা

সৌদি আরবের ঘোর আপত্তিকে পাত্তা না দিয়ে সেই বিল পাশ করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের ঘোরতর আপত্তিকে পাত্তা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে এমন একটি বিল পাশ করা হয়েছে, যার ফলে ৯/১১ হামলায় নিহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে।

বিলটি এখন কংগ্রেসের ভোটাভুটির জন্য প্রেরণ করা হবে। প্রেসিডেন্ট ওবামা এবং সৌদি আরব প্রস্তাবিত এই আইনের বিরোধিতা করছে।

২০০১ সালে ৯/১১-এর হামলায় বিমান অপহরণকারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে এসেছিল সৌদি আরব থেকে এবং বারবার এমন সন্দেহ করা হয়েছে যে তাদের সাথে সৌদি সরকারের একটি সংশ্লিষ্টতা ছিল।

যদিও রিয়াদ বারবার এই অভিযোগ শক্তভাবে অস্বীকার করে এসেছে, তবে এখন এই আইনটি পুরোপুরি পাশ হয়ে গেলে ৯/১১ হামলায় আহতরা কিংবা নিহতদের পরিবার এই অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হবার সুযোগ পাবেন।

ক্ষতিগ্রস্তদের অনেকেই এসংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করারও আহ্বান জানাচ্ছেন যেখানে হয়তো হামলার সাথে সৌদি সরকারের একটি যোগসূত্রের কথা উল্লেখ থাকতে পারে। তবে ওবামা কর্তৃপক্ষ বরাবরই এই বিলের বিরোধিতা করে আসছে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, এই বিলের বিষয়ে প্রেসিডেন্ট ওবামার গভীরভাবে উদ্বেগ আছে এবং তিনি এটি আইনে পরিণত করার জন্য সাক্ষর করবেন বলে মনে হয় না। তিনি বলেন, বিলটি স্বার্বভৌম দায়মুক্তির মূলনীতির বিরুদ্ধে ।

বিবিসি জানিয়েছে, বিলের পক্ষের সিনেটররা বলছেন, এটি পাশ হলে সৌদি আরবের সাথে সম্পর্ক খারাপ হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে হোয়াইট হাউজ বলছে, এই আইনটি পাশ হলে মার্কিনীরা বিদেশে আইনি ঝুঁকিতে পড়তে পারে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীও সতর্ক করে দিয়ে বলেছেন যে, আইনটি পাশ হলে দেশটির সরকার যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ তুলে নিতে পারে।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে