আন্তর্জাতিক ডেস্ক : রাতে বখাটেরা পিছু নিয়েছিল ১৭ বছরের এক কিশোরীর! আত্মরক্ষা করতে অস্বাভাবিক আচরণ করল সে। হেনস্থা রুখতে অভিনব এই পন্থার কথা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে ওই কিশোরীর বন্ধু—দিল্লির খ্যাতি খান্ডেলবাল।
ফেসবুকে একটি পোস্ট করে খ্যাতি জানিয়েছে, কিছুদিন আগে রাজধানীর রাস্তায় দুষ্কৃতকারীদের খপ্পরে পড়েছিল তার এক বন্ধু। আমার এক বন্ধু বাজারে গিয়েছিল। রাত ১০টা নাগাদ সেখান থেকে ফেরার সময় দু’জন লোক তার পিছু নেয়। তাদের চেহারা এবং হাবভাব দেখেই আমার বন্ধু বুঝতে পারে যে, ওই দু’জনের উদ্দেশ্য ভাল নয়। মিনিট পাঁচেক পিছু করার পর একজন পিছন থেকে আমার বন্ধুর কোমর জাপটে ধরে। সেই সময় রাস্তায় কোনও লোক ছিল না’।
খ্যাতি জানিয়েছে, অন্য কোনও মেয়ে হলে সেই সময় ভয় পেয়ে চিৎকার শুরু করে দিত। কিন্তু তার সাহসী বন্ধুটি তা করেনি। সে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, যাতে দুষ্কৃতীরাই পাল্টা ভয় পেয়ে যায়।
সে লিখেছে, ‘আমার বন্ধু এমন ব্যবহার করতে শুরু করে, যেন সে স্বাভাবিক নয়! দুষ্কৃতীদের একজনের দিকে সে এমন বড় বড় চোখ করে তাকিয়েছিল, যা দেখে তারা ঘাবড়ে যায়। তারপর আমার বন্ধু চুল আলুথালু করে বিকট আচরণ শুরু করে’।
খ্যাতি জানিয়েছে, তার বন্ধু এমনিতেই সেদিন চুল খোলা রেখে রাস্তায় বেরিয়েছিল। তাতে তার সুবিধাই হয়েছে। তারপর সে অদ্ভুত গলায় কথা বলতে শুরু করে। সেই দৃশ্য দেখে একজন তখনই সেখান থেকে দৌড় দেয়। কিন্তু আরেকজন তখনও দাঁড়িয়েছিল। ভয় দেখাতে তার হাতে নখ দিয়ে খিমচে দেয় কিশোরীটি। দুষ্কৃতীর হাত থেকে রক্ত বেরোতে থাকলে সেই রক্ত সে নিজের মুখে মেখে নেয়। ওই কাণ্ড দেখে শেষমেশ লোকটি সেখান থেকে দৌড় দেয়।
বন্ধুটির নাম প্রকাশ না-করলেও খ্যাতি লিখেছে, যাতে অন্য মেয়েরাও বিপদে পড়লে এই পন্থা নিতে পারেন, সেজন্যই সে এই পোস্টটি করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়েছে খ্যাতির এই পোস্ট।
শ্রেয়া ঘোষাল নামে একজন লিখেছেন, ‘শুধু শরীরের শক্তি দিয়েই হয় না, মনের জোরও থাকতে হয়’। আরেক মহিলা লিখেছেন, ‘বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হবে। মেয়েরা যেন তা না ভোলেন’।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম