বুধবার, ১৮ মে, ২০১৬, ১১:১১:৩১

তরুণীর পিছু নিল যুবক, শুরু হলো দৌড়ের পর দৌড়

তরুণীর পিছু নিল যুবক, শুরু হলো দৌড়ের পর দৌড়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের পরিস্থিতিটা এমনই হয়ে গেছে যে, বিশ্বের কোথাও আর নিরাপদে নেই মেয়েরা।

শুধু রাতেই নয়, দিনের বেলায় জনসমক্ষে নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদের।  রোজ এরকম কত খবর শোনা যায় তার কোনো ইয়াত্তা নেই।

শুনশান রাতে দিল্লির রাস্তায় এক তরুণীকে একা পেয়ে এক যুবক কী করল, তারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অল্পবয়সী মেয়ে রাতে শুনশান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।  হঠাৎই সে লক্ষ্য করে, রাস্তার পাশেই স্কুটারে বসে একটা যুবক তার দিকে তাকিয়ে রয়েছে।  

সে মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎই সে দেখে ছেলেটা তার পেছনে আসছে। মেয়েটা ভয় পেয়ে দৌড়তে শুরু করে।  

ছেলেটাও তার পেছনে দৌড়াতে থাকে।  এমন সময় ছেলেটা প্রায় মেয়েটাকে ধরেই ফেলে।  তখনই মেয়েটি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়।  তারপর যা হবার তা-ই হলো।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে