আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের পরপরই একটি বি-৫২ মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়াম ঘাঁটির কাছে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবিসি জানিয়েছে, বিধ্বস্তের আগে অ্যান্ডারসন বিমান বাহিনীর ঘাঁটিতে নিরাপদে এর সাত ক্রু অবতরণ করেছেন। এ ঘটনাকে আকস্মিক দুর্ঘটনা বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অব্যাহত সামরিক উপস্থিতির অংশ হিসেবে উত্তর ডাকোটার মার্কিন দ্বীপ অঞ্চলে ওই বোমারু বিমানটি মোতায়েন করা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমকে গুয়াম সরকারের কর্মকর্তারা জানান, আমরা জনগণকে আশ্বস্ত করেছি যে এটি কোনো আক্রমণ নয়।
প্রশান্ত অঞ্চলে সামরিক নজরদারির অংশ হিসেবে নর্থ ড্যাকোটায়র মার্কিন ভূখণ্ডে এই বিমান মোতায়েন রয়েছে।
বি-৫২ বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রের শৌর্যবীর্যের প্রতীক মনে করা হয়। অনেকে একে ‘দানব বিমান’ বলে থাকেন।
৬০ বছর আগে চালু করা এই বিমান ভিয়েতনাম থেকে আফগানিস্তানে হামলায় অংশ নিয়েছে।
বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম হয় বিমান।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম