বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ১২:১১:৪০

সক্রিয় রাজনীতিতে আসুক প্রিয়াঙ্কা, চাইছে গান্ধী পরিবার?

সক্রিয় রাজনীতিতে আসুক প্রিয়াঙ্কা, চাইছে গান্ধী পরিবার?

আন্তর্জাতিক ডেস্ক : প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয়ভাবে রাজনীতিতে আসুক, এমনটাই চাচ্ছে কংগ্রেস-এর সকল নেতা-নেত্রী। তবে এ ব্যাপারে গান্ধী পরিবারকেই সিদ্ধান্ত নিতে হবে। এমনটাই জানিয়েছেন দিগ্বিজয় সিংহ।

এআইসিসি-র এই সাধারণ সম্পাদক জানিয়েছেন, সনিয়া-কন্যার মধ্যে জননেত্রী হয়ে ওঠার সব গুণই আছে। তাই তাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্যই তারা অনুরোধ করছেন।

তবে কি সামনের বছর উত্তর প্রদেশে বিধানসভা ভোটে প্রিয়ঙ্কা বড় কোন ভূমিকা নিতে চলেছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের (কংগ্রেস দল) কথা যদি বলেন, তাহলে উনি সরাসরি রাজনীতিতে নামলে খুবই খুশি হব আমরা। কিন্তু প্রিয়ঙ্কা কি নেহরু-গান্ধীর পরিবারের দূর্গ বলে পরিচিত অমেঠি, রায়বেরিলির বাইরে প্রচারে যাবেন? দিগ্বিজয় বলেন, সেটা তিনি, তার পরিবারই স্থির করবে।

প্রিয়ঙ্কার মধ্যে তার ঠাকুমা প্রয়াত ইন্দিরা গান্ধীর গুণাবলী রয়েছে কিনা, জানতে চাওয়া হলে মধ্যপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে চমকে দেওয়ার মতো সাদৃশ্য আছে প্রিয়ঙ্কার। তবে ইন্দিরার গুণাবলী প্রিয়ঙ্কার মধ্যে আছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।

কিন্তু প্রিয়ঙ্কা কি জনপ্রিয় নেত্রী হতে পারেন? তার মধ্যে সেই ক্ষমতা আছে, মনে করেন দিগ্বিজয়। রাহুল গান্ধীর হাতে কংগ্রেসের নেতৃত্বভার পুরোপুরি তুলে দিতে দেরি হচ্ছে বলে কি মার খাচ্ছে দলের সম্ভাবনা, এহেন প্রশ্ন করা হলে এই প্রবীণ নেতা বলেন, মোটেই না। রাহুলকে কখন পূর্ণ রাশ দেওয়া হবে, সেটা একান্তভাবেই সনিয়া গান্ধীর ওপর নির্ভর করছে। সময় হলেই তিনি এ ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ করবেন।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে