বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৬:১৫:৩৯

স্বামীর মোবাইল চেক করায় স্ত্রীকে ৩৩ লাখ টাকা জরিমানা!

স্বামীর মোবাইল চেক করায় স্ত্রীকে ৩৩ লাখ টাকা জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যেক ব্যক্তির মোবাইলে ব্যক্তিগত গোপনীয়তা থাকতেই পারে।  তবে স্বামীর মোবাইল নিয়ে অযথা ঝামেলা সৃষ্টি করেন অনেক স্ত্রী।

স্বামীর অনুমতি না নিয়ে স্বামীর মোবাইল চেক করায় স্ত্রীকে দেড় লাখ দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে তাকে এ জরিমানা করা হয়।  শুধু তাই নয়, ওই স্ত্রীকে দেশ থেকে বের হয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত।  গত ১২ মে এ নির্দেশ দেয়া হয়।

ওই মহিলার আইনজীবী এমান সাবাত গালফ নিউজকে বলেন, বছর ৩০-এর ওই দম্পতি আরব জাতিভুক্ত।  

ওই নারী তার স্বামীর ফোন থেকে বেশকিছু ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ফোনেও নেন।  পরে ওই নারী স্বামীর বিরুদ্ধে বিবাহবর্হিভূত প্রেমের অভিযোগ আনেন।

এর কিছুদিন পর তার স্বামী আজমান কোর্টে স্ত্রীর বিরুদ্ধে তার অনুমতি ছাড়া ছবি স্থানান্তরের অভিযোগ দায়ের করেন।

শুনানি শেষে আদালতের বিচারক তার স্ত্রীকে প্রায় ৩৩ লাখ টাকা জরিমানা করেন।  সূত্র : গালফ নিউজ
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে