বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৭:৪৮:৪২

ফলাফল ঘোষণার আগেই মমতাকে মোদির অভিনন্দন!

ফলাফল ঘোষণার আগেই মমতাকে মোদির অভিনন্দন!

আন্তর্জাতিক ডেস্ক : ভোটের ফলাফল এখনো পুরোপুরিভাবে না বেরলেও ইতিমধ্যেই সারা রাজ্যে তৃণমূল কর্মী-সমর্থকেরা উৎসব শুরু করে দিয়েছেন। কারণ মোট ২৯৪টি বিধানসভা আসনের দুই তৃতীয়াংশে এগিয়ে রয়েছে তৃণমূল।

ইতিমধ্যেই বেশ কয়েকটি আসন জিততেও শুরু করে দিয়েছে মমতার দল। আর সেই হাওয়া বুঝেই ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা জানিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা তিনি নিজেই জানিয়েছেন তাঁর টুইটার হ্যান্ডেলে।

বিধানসভায় বাজিমাত মমতার, ফোনে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির ২০১১ সালের পর এবছর মুখ্যমন্ত্রী হিসাবে সম্ভবত দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইজন্য তিনি শুভেচ্ছা জানিয়ে তৃণমূল নেত্রীকে ফোন করেছেন বলে টুইটারে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে