আন্তর্জাতিক ডেস্ক : বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে বাংলার মসনদ ধরে রাখার জন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাল্টা সৌজন্য দেখিয়ে আগামী ২৭ তারিখের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য কেজরীবালকে আমন্ত্রণ জানালেন মমতা।
জানা গিয়েছে, এদিন তৃণমূল সুপ্রিমোকে ফোন করে বিধানসভা নির্বাচনে তার ও দলের বিশাল জয়ের জন্য শুভেচ্ছা জানান দিল্লির মুখ্যমন্ত্রী। পরে টুইটারেও কেজরিওয়াল লেখেন, দুর্ধর্ষ জয়ের জন্য দিদিকে শুভেচ্ছা।
প্রসঙ্গত, দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সুসম্পর্ক রয়েছে। গত বছর এপ্রিল মাসে বঙ্গের পুরভোটে তৃণমূলের জয়ে মমতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেজরিওয়াল। এরপর সেপ্টেম্বর মাসে রাজধানীতে মুখ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজন করেছিলেন কেজরিওয়াল। তখন তার সঙ্গে একই মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
শুধু একমঞ্চে থাকাই নয়, দিল্লি সরকারের নির্দেশ খারিজ করার জন্য একযোগে দিল্লির উপ-রাজ্যপাল নাজিব জঙ্গের সমালোচনা করেছিলেন মমতা-কেজরিওয়াল। একইসঙ্গে, রাজ্যগুলির শাসনের ক্ষেত্রে পূর্ণ বিকেন্দ্রীকরণের দাবিও তুলেছিলেন তারা।
১৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই