বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৯:০২:৫৭

২২ গজের কপাল পোড়া শ্রীসান্থের রাজনীতির মাঠে কি অবস্থা?

২২ গজের কপাল পোড়া শ্রীসান্থের রাজনীতির মাঠে কি অবস্থা?

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিকেট মাঠে তার ঝোড়ো বোলিংয়ের দাপট খুব বেশিদিন দেখতে পাওয়া যায়নি। জড়িয়ে পড়েন স্পট ফিক্সিং দুর্নীতে। তাই খেলার মাঠ ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন শ্রীসান্থ। যোগ দেন বিজেপিতে। তাকে প্রার্থীও করা হয় কেরালার তিরুবন্তপুরম থেকে। কিন্তু, এবারও ব্যার্থতার সম্মুখিন হতে হল তাকে। হেরে গেলেন কংগ্রেস প্রার্থী ভি এস শিবকুমারের কাছে।

সম্প্রতি কেরালার নির্বাচনের আগে দফায় দফায় প্রচার সারেন বিজেপির হেভিওয়েট নেতারা। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেখানে প্রচারে যান। উদ্দেশ্য ছিল বাম ও কংগ্রেসের আধিক্যে বেড়ে ওঠা এই রাজ্যটিতে পদ্মফুল ফোটানো। তবে, সেই স্বপ্ন শেষ পর্যন্ত আর বাস্তব রূপ পেল না। অার তারা এতো কষ্ট করেছেন শুধুমাত্র শ্রীসান্থের জন্য। কেরালায় ১৪০টি আসনের মধ্যে এখন পর্যন্ত একটি মাত্র আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
১৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে