আন্তর্জাতিক ডেস্ক : লিফটে এক তরুণী মুঠোফোন নিয়ে ব্যস্ত৷ পেছন থেকে তার পিঠে মুখ রাখতে যায় এক বখাটে তরুণ৷ এ অবস্থায় একটু সরে দাঁড়ালেন তরুণী৷
তবু দমে না গিয়ে বখাটে আবার এগিয়ে গিয়ে হাত রাখে তরুণীর পিঠে৷ এরপর যা হবার তা-ই হলো।
ইউটিউবে মাত্র তিন সপ্তাহ আগে আপলোড করা হয়েছে ওই ভিডিওটি৷ এতে তিন সপ্তাহে ৩৬ লাখ ১৮ হাজার ২৫৩ বার দেখা হয়েছে লাঞ্ছনাকারীর বিরুদ্ধে এক নারীর নীরব প্রতিবাদ৷
নীরব হলেও প্রতিবাদটি ছিল মোক্ষম৷ অমন প্রতিবাদের পর আর তরুণীর দিকে হাত বাড়ানোর সাধ্য ছিল না বখাটের৷
দ্বিতীয়বার স্পর্শ করার পরে তো আর মেয়েটি সরে দাঁড়ায়নি৷ পিটিয়ে বখাটেকেই সরিয়ে দিয়েছেন তিনি৷
প্রথমে মোবাইলসমেত ডান হাত দিয়ে মুখে আঘাত, এরপর দু'পায়ের ফাঁকে প্রচণ্ড এক লাথি, তারপর আরেকটা লাথি৷
বখাটে মেঝেতে পড়ে যখন ব্যথায় কাতরাচ্ছে, তরুণী তখন সদর্পে চলে যায় লিফট ছেড়ে৷ পুরো দৃশ্যটাই ধরা পড়ে লিফটের ভেতরের সিসি টিভি ক্যামেরায়৷ তবে ঘটনা কোথাকার তা জানা যায়নি। এমন হলে তো দৌড়ে বাঁচে বখাটেরা। সূত্র : ডয়চে ভেলে
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম