আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার নিচে হাজার হাজার টন স্বর্ণ! তাও আবার সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। তবে এর পরিমাণ কত?
সেখানে রয়েছে সাড়ে ছয় হাজার টন স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। এভাবেই স্বর্ণ মজুদ করে রাখা হয়েছে লন্ডন শহরের একটি রাস্তার নিচে। এটি বিশ্বে স্বর্ণের বড় মজুদ।
মাটির নিচে ব্যাংক অব ইংল্যান্ডের সাতটি ভল্টে রাখা হয়েছে পাঁচ হাজার ৬৩৪ টন স্বর্ণ। পাঁচ লাখ স্বর্ণবারে রাখা হয়েছে এগুলো। প্রতিটি বারের ওজন ১২ কেজি ৪০০ গ্রাম, যার দাম সাড়ে তিন লাখ পাউন্ড।
বাংলাদেশি মুদ্রায় প্রতিটি স্বর্ণবারের দাম ৪ কোটি টাকারও বেশি। লন্ডনের থ্রেডনিডল স্ট্রিটের নিচে দুটি তলার ভল্টগুলোয় রাখা হয়েছে স্বর্ণের বারগুলো।
সেখানে জেপি মরগান এবং এইচএসবিসির মালিকানায় আরো ছয়টি ছোট আকারের ভল্ট রয়েছে, যেখানে এসব ব্যাংকের স্বর্ণ আছে।
সব মিলিয়ে এই রাস্তার নিচে স্বর্ণ আছে সাড়ে ৬ হাজার টনের বেশি।
এক ব্যাংকের মজুদ হিসাবে এর চেয়ে বেশি স্বর্ণ জমা আছে একমাত্র নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে। সেখানে স্বর্ণের পরিমাণ সাড়ে ৬ হাজার টন।
লন্ডনে সড়কের নিচে রাখা স্বর্ণের পুরোটার মালিক কিন্তু ব্যাংক বা ব্রিটেনের সরকার নয়, এর বেশির ভাগ মালিক বাণিজ্যিক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
সরকারি মালিকানা রয়েছে মোট সোনার দশভাগের একভাগ। ভল্টে যেসব প্রতিষ্ঠান স্বর্ণ জমা রাখে, তাদের একটি এডরিশ অ্যাশ।
তারা জানায়, বেসরকারি মালিকানার স্বর্ণের মধ্যে বিনিয়োগ ফান্ড, ধনী পরিবারের সম্পদ, ট্রাস্ট ফান্ড ইত্যাদির স্বর্ণ রয়েছে।
এদিকে স্বর্ণ এবং দামি পাথর রাখার জন্য নতুন আরেকটি ভল্ট কিনতে যাচ্ছে ব্যাংক অব ইংল্যান্ড। এ ভল্টে ২ হাজার টনেরও বেশি স্বর্ণ রাখা যাবে, যা ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ভল্টগুলোর একটি হবে। সূত্র : বিবিসি
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম