আন্তর্জাতিক ডেস্ক : হিরোশিমায় ফেলা মার্কিন পরমাণু বোমা তাদের জীবন কাড়তে না-পারলেও, একরকম জীবন্মৃত করে রেখেছে তাদের ও তাদের পরিবারকে। জাপানের দুই শহরের মানুষকে আজও সেই ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে। সেদিনের ক্ষতিগ্রস্তরা চান, অতীতের সেই ঘটনায় আন্তরিক ভাবেই দুঃখপ্রকাশ করুন বারাক ওবামা। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সামনা সামনি বসে, নিজেদের বেঁচে থাকার গল্পও শোনাতে উত্সুক সেদিনের আক্রান্তরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে আকাশপথে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর দুটিতে পরমাণু বোমা ফেলে আমেরিকা। সেই বোমার ধ্বংসলীলা, শিউরে ওঠার মতোই। ২ লক্ষ মানুষের মৃত্যু হয়। একরকম ধ্বংসই হয়ে যায় শহরদু'টি। টোকিয়োর নেশনওয়াইড গ্রুপের দুই নেতা বৃহস্পতিবার বলেন, সেদিন যারা সেই বোমার আঘাত থেকে কপাল জোরে বেঁচে গিয়েছেন, বারাক ওবামা হিরোশিমায় এলে, তারা চান একবার দেখা করতে। বড় কোনো দাবি তাদের নেই। চাওয়া বলতে একটাই, ওবামা নিজমুখে দুঃখপ্রকাশ করুন।
এখনো পর্যন্ত ঠিক রয়েছে, ২৭ মে হিরোশিমায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রুপ অফ সেভেন সামিটে যোগ দিতেই তিনি হিরোশিমায় যাবেন। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমায় যাচ্ছেন। যদিও ওয়াশংটন সূত্রে জানানো হয়েছে, দুঃখপ্রকাশের কোনো প্রশ্নই ওঠে না। হিরোশিমার আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও নেই মার্কিন প্রেসিডেন্টের।-টাইমস অফ ইন্ডিয়া
১৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই