শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৩:২৮:০৪

আজব কান্ড, স্বামীর চোখে ‘সুপার গ্লু’ ঢেলে পালালেন স্ত্রী

আজব কান্ড, স্বামীর চোখে ‘সুপার গ্লু’ ঢেলে পালালেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: জোরালো আঠায় ঘুমন্ত স্বামীর দু-চোখের পাতা বন্ধ করে দিয়েছেন তিনি। ঘুম ভাঙার পর, হাজার চেষ্টাতেও তাঁর স্বামী আর চোখ খুলতে পারেননি। শেষমেশ তাঁকে চিকিত্‍‌সকের শরণাপন্ন হতে হয়। এদিকে, পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে নালিশও করেছেন। কিন্তু, তার আগেই হাওয়া বেগতিক বুঝে, ঘর ছেড়েছেন মহিলা। মধ্যপ্রদেশের রিওয়ার ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রিওয়ার চোরহটার করহিয়ায় বাড়ি ওই দম্পতির। তাঁদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, সাংসারিক খুঁটিনাটি নানা কারণে প্রায় রোজই স্বামী সন্তোষ বিশ্বকর্মার সঙ্গে অশান্তি লাগত বিজয়লক্ষ্মীর। অভিযোগ, স্বামী মাঝেমধ্যে তাঁকে মারধরও করতেন। তাতেই ক্ষিপ্ত ছিলেন মহিলা।

জানা যায়, ঘটনার দিন সকাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে তুমুল অশান্তি বাধে। এরপর, রাতে স্বামীকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখে, চোখে সুপার গ্লু ঢেলে দেওয়ার দুর্বুদ্ধি আঁটেন। সেই মতো রাতে চুপিসারে সুপার গ্লু ঢেলে দেন। গভীর ঘুমে আচ্ছন্ন স্বামী টেরটিও পাননি। সকালে ঘুম ভাঙলে দেখেন, চোখ জুড়ে রয়েছে। চোখে যন্ত্রণাও হচ্ছে। দেরি না-করে, ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করেন। তার আগে, পুলিশ ডাকতে ১০০ ডায়াল করেন। ততক্ষণে বুঝে গিয়েছেন, স্ত্রীর কাণ্ড।

এদিকে, স্বামীকে পুলিশ ডাকতে দেখে, বাড়িতে থাকার সাহস দেখাতে পারেননি ওই মহিলা। পুলিশ আসার আগেই পাঁচালি টপকে পগারপার। আশান্তির জেরেই এমন কাণ্ড, নাকি কারও সঙ্গে পালবেন বলে মনস্থ করেই মহিলা এমনটি করেছেন, পুলিশ তা খতিয়ে দেখছেন। মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার সম্ভাবনাও পুলিশ এড়াতে পারছে না।-এই সময়

২০ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে