শুক্রবার, ২০ মে, ২০১৬, ১০:১৬:৫০

তাইওয়ানে ইতিহাস সৃষ্টি করে শপথ নিলেন প্রথম নারী প্রেসিডেন্ট

তাইওয়ানে ইতিহাস সৃষ্টি করে শপথ নিলেন প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের ইতিহাসে এবারই প্রথম প্রেসিডেন্ট হলেন একজন নারী। তা ইং-ওয়েন নামের এই নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এই নেত্রী চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন।
 
সূত্রের খবরে জানা যায়, স্থানীয় সময় আজ শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে তা ইং-ওয়েনের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তিনি শপথ নেন। পরে তা ইংকে রাষ্ট্রীয় সিলমোহর প্রদান করা হয়। শপথ অনুষ্ঠান শেষে তা ইং-ওয়েন প্রসাদের বাইরে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
 
নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেবেন তা ইং-ওয়েন। এই ভাষণের দিকে নজর রয়েছে চীনের। ভাষণে নতুন প্রেসিডেন্ট তাইওয়ানের অর্থনীতি, উন্নয়ন এবং বেইজিংসহ বিভিন্ন দেশের সঙ্গে এর সম্পর্কের বিষয় নিয়ে বলবেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কূটনীতিকরা প্রেসিডেন্টের শপথ ও ভাষণ প্রদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।  
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে