শুক্রবার, ২০ মে, ২০১৬, ১০:৩১:৪৭

এবার চীন সাগরে ক্ষেপণাস্ত্রসহ ভারতের যুদ্ধজাহাজ!

এবার চীন সাগরে ক্ষেপণাস্ত্রসহ ভারতের যুদ্ধজাহাজ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় নৌবহরকে দক্ষিণ চীন সাগর ও উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হয়েছে। এসব জাহাজে উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের অস্ত্র রয়েছে।

ভারতীয় নৌবহরের চারটি জাহাজ গতকাল (বৃহস্পতিবার) আড়াই মাসের জন্য এ অভিযানে রওয়ানা দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ‘দ্যা ডিপ্লোম্যাট’ এ খবর দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর সামরিক অভিযানের সক্ষমতা প্রদর্শন ও ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসির বিষয়ে প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্য দেশের নৌবাহিনীর সঙ্গে সামরিক-কূটনৈতিক সম্পর্ক বাড়ানোও চলমান অভিযানের লক্ষ্য। আড়াই মাসের অভিযানে ভারতের এসব জাহাজ ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও মালয়েশিয়ার বন্দরে ভিড়বে। প্রতিটি বন্দরে জাহাজগুলো চারদিন করে অবস্থান করবে।

এছাড়া, সামরিক মহড়ায়ও অংশ নেবে জাহাজগুলো। এর মধ্যে সবচেয়ে বড় মহড়ায় অংশ নেবে জাপানের ওকিনাওয়া দ্বীপে। সেখানে “এক্সারসাইজ মালাবার” নামে একটি মহড়ায় আমেরিকা ও জাপানের নৌবাহিনীর সঙ্গে ভারতের নৌবহর অংশ নেবে।-প্যারিস টুডে
২০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে