আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের সক্ষমতা বিশ্বের শীর্ষ দুই শক্তি আমেরিকা ও রাশিয়ার সমান বলে বাদি করল ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন রফিকদোস্ত বলেছেন, বেশকিছু ক্ষেত্রে তার দেশের সামরিক সক্ষমতা আমেরিকা ও রাশিয়ার সঙ্গে তুলনীয়।
তিনি বলেছেন, শুধু ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই শক্তিশালী নয় বরং এ রকম বেশকিছু শক্তিশালী দিক রয়েছে যা উন্নত এ দুটি দেশের মতো।
মোহসেন রফিকদোস্ত জানান, ইরানের ট্যাংক, কামান ও মর্টার, ড্রোন, সাবমেরিন এবং সামরিক শিল্পের সব অংশই খুব উন্নত।
তিনি বলেন, ইরানের সামরিক বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে দেশে তৈরি সামরিক সরঞ্জামে ব্যাপক এগিয়ে গেছেন। এতে ইরানের সামরিক বাহিনী অস্ত্রের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
অবশ্য, ইরান সবসময় বলে আসছে তেহরানের সামরিক শক্তি আঞ্চলিক কোনো দেশের জন্য হুমকি নয় বরং শান্তির বার্তা বহন করছে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম