রবিবার, ২২ মে, ২০১৬, ০৮:৪৭:৩২

এবার বাল্যবিয়েতে অতিথি হলেই দু’বছরের জেল!

এবার বাল্যবিয়েতে অতিথি হলেই দু’বছরের জেল!

আন্তর্জাতিক ডেস্ক : হরহামেশায়ই বাল্যবিয়ের সংবাদ শুনতে পাওয়া যায়। বিশেষ করে গ্রামে-গঞ্জে এই সংবাদ একটু বেশিই শুনতে পাওয়া যায়। বাল্যবিবাহ নিষিদ্ধ করার পরও বেড়েই চলেছে এই বিয়ের আয়োজন। আর তাই এবার নতুন আইন করা হয়েছে এই বিয়েতে উপস্থিত বিষয়ে। বাল্যবিয়েতে উপস্থিত হলে অতিথিদের জরিমানা সহ জেল হতে পারে। বাল্যবিয়ে বন্ধে এমন কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতের কর্নাটকের মহিশূর জলা।

বাল্যবিয়ে বন্ধ বিষয়ক আইনের অধীনে এমন ব্যবস্থা নেয়া হবে। এতে বর ও কনের অভিভাবকরা রেহাই পাবেন না। পাশাপাশি যারা এমন বিয়ের অনুষ্ঠানে যাবেন তাদেরকে জরিমানা করা হবে এক লাখ রুপি। পাঠানো হবে দু’বছরের জন্য জেলে। এছাড়াও সাত বছর পর্যন্ত জেল রাখা হয়েছে। মহিশুর জেলার ডব্লিউসিডি বিভাগের উপ পরিচালক কে রাধা বলেন, যদি দেখা যায় শিশুকে জোর করে শারীরিক মেলামেশায় বাধ্য করানো হচ্ছে অথবা যদি দেখা যায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তাহলে যারা ওই বিয়েতে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় সহায়তা করেছেন তাহলে তাদের বিরুদ্ধে আইনের অধীনে ব্যবস্থা নেয়া হবে।

গত দু’বছরে এই বিভাগ মহিশুরে ২১৬টি বাল্যবিয়ে বন্ধ করেছে। তবে এক্ষেত্রে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেয়া হয় নি। কিন্তু এবার আইন লঙ্ঘন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গরিব ও প্রত্যন্ত এলাকায় বাল্য বিয়ে একটি স্বাভাবিক বিষয়। এ ঘটনা বেশি ঘটে দারিদ্র্যকে কেন্দ্র করে। শিশু মেয়েদের স্কুল থেকে সরিয়ে আনা হয়। তারা বঞ্চিত হয় শিক্ষা থেকে। তাদেরকে নিয়োজিত করা হয় কাজে। তাদেরকে যখন বিয়ে দেয়া হয় তখন শারীরিক সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত এমন অনেক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে তারা। এর ফলে বাড়ে মাতৃ ও শিশু মৃত্যুর ঘটনা।-এমজমিন
২২ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে