সোমবার, ২৩ মে, ২০১৬, ০১:৫৮:০৪

রুশ-চীনা জঙ্গি বিমানের উস্কানিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

রুশ-চীনা জঙ্গি বিমানের উস্কানিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক বিমানগুলোকে অব্যাহতভাবে আটকানোর চেষ্টা করছে রাশিয়া ও চীনের জঙ্গি বিমানগুলো। এমন অবস্থায় অতিষ্ট বিশ্বের শীর্ষ শক্তিধর দেশটি। ফলে পশ্চিম উপকূল ঘেঁষে টহল জোরদার করেছে বলে মার্কিন বিমান বাহিনীর উর্দ্ধতন এক কর্মকর্তা জানান। তিনি বলেন, চীন ও রাশিয়ার এহেন উস্কানিমূলক আচরণ বর্তমানে তাদের প্রধান উদ্বেগের কারণ।

এয়ার কম্ব্যাট কমান্ডের পরিচালক জেনারেল হার্বাট কার্লাইল ইউএসএ টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক আকাশসীমায় চীন ও রাশিয়াকে মোকাবেলা করাটা অতীব জরুরী কিন্তু ব্যাপারটি অত্যন্ত বিপজ্জনক।

উভয় দেশই বিবাদমান অংশগুলোতে নিজেদের প্রভাব বৃদ্ধির জন্য এই তৎপরতা চালিয়ে আসছে। রাশিয়া পূর্ব ইউরোপে ও চীন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার আকাশসীমায় নিজেদের প্রভাব বিস্তারে আগ্রহী বলে মনে করেন কার্লাইল।

উন্মুক্ত আকাশসীমায় চীনা ও রুশ যুদ্ধবিমানের আক্রমণাত্নক তৎপরতা মধ্য আকাশে সংঘর্ষের সৃষ্টি করতে পারে। যা পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন ওই মার্কিন কর্মকর্তা।

সাম্প্রতিক সময়ে চীনা ও রুশ যুদ্ধবিমান মার্কিন বিমান ঘাঁটির নিকটবর্তী হয়ে  অব্যাহতভাবে টহল জোরদার করে উস্কানিমূলক আচরণ করছে। গত ১৭ মে দু’টি চীনা যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরের নিকট বিপজ্জনকভাবে একটি মার্কিন টহল বিমানের অত্যন্ত কাছ ঘেঁষে উড়ে যায়।

গত এপ্রিলে কৃষ্ণ সাগরের ওপরে রুশ যুদ্ধ বিমান মার্কিন আরসি-১৩৫ পরিদর্শন বিমানের সামান্য ওপর দিয়ে উড়ে যায় বলে কার্লাইল জানান। এছাড়া রুশ বোমারু বিমানগুলো পূর্ব ইউরোপের ওপর দিয়ে টহল দিতে গিয়ে প্রায়শই আমেরিকার পশ্চিম উপকূলের নিকটবর্তী হয়।

চীনা ও রুশ বিমান বাহিনীর অব্যাহত আক্রমণাত্নক আচরণে মার্কিন বিমান বাহিনী উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়াকে সামরিক বার্তা পাঠিয়েছে। এহেন আক্রমণাত্নক আচরণের পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের সাথে চীন ও রাশিয়ার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন কার্লাইল।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে