সোমবার, ২৩ মে, ২০১৬, ০৬:২৪:৫৫

‘আপত্তিকর মন্তব্য করে আমাকে খুনের হুমকি’

‘আপত্তিকর মন্তব্য করে আমাকে খুনের হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের এক জাতীয় মুখপাত্রকে আপত্তিকর মন্তব্য করে হত্যার হুমকি দেয়া হয়েছে।

প্রিয়ঙ্কা চতুর্বেদী নামে ওই কংগ্রেস নেত্রীকে টুইটারে এ হুমকি দেয়া হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার তুলে ধরে প্রিয়ঙ্কা বলেন, আমাকে গত সন্ধ্যায় টুইটারে একজন হুমকি দিয়েছেন যে, নির্ভয়ার মতো করে খুন করা হবে আমাকে।  

কংগ্রেস নেত্রী বলেন, টেলিভিশনে এক বিতর্কে বিজেপির এক মুখপাত্র আমাকে থামানোর জন্য যে আপত্তিকর কটাক্ষ করছিলেন, সেই কথাগুলো তুলে ধরেছিলাম বলে আমাকে হুমকি দেয়া হয়েছে।

প্রিয়ঙ্কা চতুর্বেদীর এ অভিযোগে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর রাজনৈতিক শিবিরে।  প্রিয়ঙ্কার অভিযোগ, এবারই প্রথম নয়, বারবার সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপমানজনক মন্তব্য আমাকে সহ্য করতে হচ্ছে।
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে