শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০৩:২০:৫৫

শপথ নিলেন মমতা, ১৮ নতুন সঙ্গী

শপথ নিলেন মমতা, ১৮ নতুন সঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাখো জনতাকে সাক্ষী রেখে রেড রোডের খোলা মঞ্চে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। নতুন মন্ত্রিসভায় ৪৪ জনের আংশিক তালিকা পেশ করেন মমতা। এর মধ্যে ১৮ জনই নতুন মুখ। এর মধ্যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সংখ্যা ৫ জন। রাষ্ট্রমন্ত্রী হলেন ৮ জন রয়েছেন।

এবার একসঙ্গে পাঁচজন করে মন্ত্রী শপথ নিলেন রেড রোডের শপথ অনুষ্ঠান থেকে। প্রথমে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শপথ নেন পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, শোভনদেব চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, অবনীমোহন জোয়ারদার।

নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী৷ তাঁরা ছাড়াও পুরানোদের মধ্যে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, অরূপ রায়, ব্রাত্য বসু, শশী পাঁজা, মলয় ঘটক, সাধন পাণ্ডে, রাজীব বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, আশিস বন্দ্যোপাধ্যায়, গিয়াসুদ্দিন মোল্লা, বিনয়কৃষ্ণ বর্মন, শান্তিরাম মাহাত, চন্দ্রনাথ সিং, স্বপন দেবনাথ, সৌমেন মহাপাত্র, মন্টুরাম পাখিরা ও উজ্জ্বল বিশ্বাস৷

এবারের নতুন মন্ত্রিসভায় নতুন মুখের মধ্যে থাকছেন আলিপুরদুয়ার থেকে জেমস কুজুর, হুগলি থেকে তপন দাশগুপ্ত, পশ্চিম মেদিনীপুরের চূড়ামণি মাহাত৷ এছাড়াও রয়েছেন অবনী জোয়ারদার, লক্ষ্মীরতন শুক্লা, আব্দুর রেজ্জাক মোল্লা, ইন্দ্রনীল সেন, শ্যামল সাঁতরা, সিদ্দিকুল্লা চৌধুরী, বাচ্চু হাঁসদা, অসীমা পাত্র, জাকির হুসেন, সন্ধ্যারানি টুডু ও রবীন্দ্রনাথ ঘোষ৷

এবারের মন্ত্রিসভায় থাকছেন বিনয় বর্মনও৷ পাশাপাশি, বেশ কিছু প্রাক্তন মন্ত্রীর ‘টেবিল’ বদল হতে পারে৷ দফতর বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবারেও একাধিক দফতর থাকতে পারে৷

এদিন রাজভবনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘অনেক যোগ্য লোক আমাদের দলে আছে, যতটা পেরেছি সব জেলাকে জায়গা দেওয়ার চেষ্টা করেছি৷’’ মমতা আরও জানান, আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার, অরুণ জেটলি ও বাবুল সুপ্রিয়৷ এছাড়া ভিন দেশি অতিথি, ভুটানের প্রধানমন্ত্রীও এসে গিয়েছেন৷ আগামীকাল শুক্রবার এই শপথগ্রহণ অনুষ্ঠানের অঙ্গন সব মানুষের জন্যই খোলা থাকবে বলেও তিনি জানান৷
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে