আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড যৌথ মহড়ায় অংশ নিয়েছে। গতকাল থেকে শুরু হওয়া কম্পিউটার ভিত্তিক এ যৌথ ক্ষেপণাস্ত্র মহড়া তিন দিন ধরে চলবে। প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
উস্কানিমূলক বা দুর্ঘটনাবশত কোনো ব্যালিস্টিক এবং গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার বিষয়ে মহড়ায় গুরুত্ব দেয়া হবে। এ জাতীয় হামলার মুখে দেশ দুইটির বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মধ্যে সহযোগিতার বিষয়টি যৌথ মহড়ায় প্রশিক্ষণ দেয়া হবে।
এ ছাড়া, মহড়া শেষে রাশিয়া এবং চীনের সামরিক কর্মকর্তাদের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে।
চীন এবং রাশিয়ার সীমান্তের কাছে ক্রমবর্ধমান সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে শক্তিধর কয়েকটি দেশ। তাই অন্যদের এমন তৎপরতা দেখে নিজেদের আর ঠিক রাখতে পারলেন না এ দুইদেশ। এজন্যই এবার নিজে খেপলেন ক্ষেপণাস্ত্র পরীক্ষার করার বিষয় নিয়ে। লাগাতির তিন দিনের যৌথ মহড়া শুরু করে অন্যদেরকে এ দুইদেশের শক্তি প্রদর্শন করতে চান তারা!
২৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই