বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৩:২৪

মক্কায় পদদলিত হয়ে ২২০ হাজীর মৃত্যু

মক্কায় পদদলিত হয়ে ২২০ হাজীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ পালনের অংশ হিসেবে ঈদুল আযহার দিনে মক্কার কাছে মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ২২০ জন হাজীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৫০ জন হাজী।

সৌদি সিভিল ডিফেন্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স এক টুইটার বার্তায় জানায়, উদ্ধার অভিযান চলছে।  মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন।

আল জাজিরার প্রতিবেদক ওমর আল সালেহ জানান, এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রাথমিক হিসাব।  এ সংখ্যা আরো বাড়তে পারে।

আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি হাজী রয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সারাবিশ্ব থেকে এবার ২০ লাখ মুসলমান হজ পালন করতে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন।  বাংলাদেশ থেকে হজ পালন করতে গেছেন ১ লাখ ৭ হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

এদিকে উদ্ধার কর্মীদের বরাত দিয়ে আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় এ দুর্ঘটনা ঘটে।  পবিত্র হজ পালনের অন্যতম অনুষঙ্গ শয়তানের উদ্দেশ্যে কংকর বা পাথর নিক্ষেপ।

এর আগে ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ১০৭ জন নিহত হন।  আহত হন দুই শতাধিক মানুষ।  আহতদের মধ্যে বেশ কয়েজন বাংলাদেশিও ছিলেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে