আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ পেল ইসলামিক স্টেট তথা আইএসের দস্যুর মতো দেখতে জল্লাদের আসল চেহারা। বিশালাকার চেহারার এক ব্যক্তিকে মুখ ঢাকা অবস্থায় দেখা গিয়েছে বিভিন্ন লোকের শিরচ্ছেদ করতে। আইএসের হয়ে কাজ করা এই ব্যক্তির চেহারা খুব ভালো বোঝা গিয়েছিল এক কিশোরকে হত্যার সময়। ১৫ বছরের সেই কিশোর পপ গান শুনেছিল বলে তাকে হত্যার নির্দেশ দিয়েছিল আইএস আদালত। কারণ গান শোনা শরিয়া আইনের বিরোধী।
প্রাথমিক অবস্থায় জানা গিয়েছিল যে আইএসের সেই হত্যাকারী নাম মোহাম্মদ এমওয়াজি। জল্লাদ এমওয়াজির সঙ্গে চেহারার মিল খুঁজে পাওয়া গিয়েছে সাজাদ ঘারিবি নামের ইরানের এক ব্যক্তির।
দেহের আয়তনের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে দুই ব্যক্তি। সাজাদ ঘারিবিও মুখ ঢাকা হত্যাকারী এমওয়াজির মতোই চেহারাবান। দেহে অধিক মাংস জমার কারণে ঘাড় বলে কিছু বোঝা যায়না। যদিও মুখ ঢাকা এমওয়াজির ঘাড় কেমন ছিল তা জানা যায়না। সাজাদ ঘারিবি এবং মোহাম্মদ এমওয়াজি একই ব্যক্তি কিনা তা নিয়ে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারেননি গোয়েন্দারা। তবে দুই ব্যক্তির চেহারার মধ্যে অনেক মিল থাকায় গোয়েন্দাদের নজরে পড়েছে ইরানের সাজাদ ঘারিবি।
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই