আন্তর্জাতিক ডেস্ক : মাঝ-আকাশে বড়সড় দুর্ঘটনার কবলে দু-দুটি মার্কিন যুদ্ধ বিমান। মার্কিন নৌবাহিনীর দুইটি এফ/এ-১৮ বোমারু বিমানের মধ্য আকাশে ব্যাপক সংঘর্ষের পর সেগুলি ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় মার্কিন সেনাবাহিনীতে। যদিও মার্কিন সামরিক কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, রুটিন প্রশিক্ষণ চলাকালীনই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তর ক্যারোলিনা উপকূলে মার্কিন নৌবাহিনীর দুইটি সুপার হরনেট ভেঙে পড়েছে। স্থানীয় সময় সকালে বোমারু বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র। এ ঘটনায় বিমান দুটির চার আরোহীর সবাই আহত হয়েছে। তাদেরকে কার্যত আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ওড়ার সময় নিজেদের ভুলের কারণে এমনটি ঘটেছে। এ বিষয়ে আরো তদন্ত চলেছে। এফ-১৮ হরনেট বিমানের উন্নত সংস্করণ এফ/এ-১৮ সুপার হরনেট। সব আবহাওয়ায় ব্যবহার উপযোগী এই যুদ্ধবিমানকে হামলার কাজে ব্যবহার করা যায়। এমনকি মার্কিন নৌবাহিনীর ১০ বিমানবাহী রণতরী থেকে উড়তে পারে এফ/এ-১৮।
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই