আন্তর্জাতিক ডেস্ক : পরমানবিক দ্রব্য সরবরাহকারী গোষ্ঠীতে ভারতকে অন্তর্ভুক্ত করার বিরোধীতা করায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল আমেরিকা৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগী মুখপাত্র মার্ক টোনার এক বিবৃতিতে জানিয়েছেন যে, ভারতকে এনএসজি গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার অর্থ কোনো পারমানবিক অস্ত্রের প্রতিযোগীতা নয়, এক্ষেত্রে মূল লক্ষ্য বিজ্ঞান-প্রযুক্তির কাজে পারমানবিক শক্তিকে কাজে লাগানো৷
মার্কিন পররাষ্ট্র মন্তনালয়ের সহযোগী মুখপাত্রকে পাকিস্তান বিরোধীতা নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তরে এই বিবৃতী দেন বলে জানা গিয়েছে৷ দীর্ঘ দিন ধরেই পরমানবিক দ্রব্য সরবরাহকারী গোষ্ঠতে ভারতকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধীতা করে চলেছে পাকিস্তান৷
মার্ক টোনার আরো জানিয়েছেন যে, ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার শফর কালেই জানিয়েছিলেন ভারত পরমানবিক দ্রব্য সরবরাহকারী গোষ্ঠতে যোগদান করতে সক্ষম৷ তবে ভারতেকে আন্তর্ভূক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে এনএসজি গোষ্ঠী অন্তর্ভূক্ত ৪৮ টি দেশ আলোচনার মাধ্যনে নেবে তাও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগী মুখপাত্র মার্ক টোনার৷
জানা গিয়েছে, অতি সম্প্রতি হতে চলা এনএসজি গোষ্ঠী অন্তর্ভূক্ত ৪৮ টি দেশের সভায় এই বিষয়ে আলোচনা করা হবে৷
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই