নিউজ ডেস্ক : জার্মানির বিরোধী দলের একজন এমপির মুখে চকলেট কেক ছুড়ে মেরেছে একদল প্রতিবাদকারী। মিস সাহরা ওয়াগেননেখট জার্মানির উগ্র-বামপন্থী দল লিংকে পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি দেশটিতে অভিবাসী বিরোধী অবস্থান নিয়েছিলেন।
শনিবার মাগদেবার্গ এলাকায় সাহরার দলের বৈঠকের সময় এ ঘটনা ঘটে।
জার্মানি যেন সীমিত সংখ্যক শরণার্থী গ্রহণ করে এমন প্রস্তাব দিয়েছিলেন সাহরা ওয়াগেননেখট। তবে তার এই অবস্থানের কারণে দলের মধ্যেই বিব্রতকর অবস্থায় পড়েন তিনি।
নিজেদের ফ্যাসিবাদবিরোধী দাবি করা ‘কেক ফর মিসানথ্রোপিস্ট’ নামের একটি গ্রুপ অভিবাসী-বিরোধী অবস্থানের প্রতিবাদে প্রচারপত্র বিলি করেছে।
সেই সাথে মিস ওয়াগেননেখটের প্রতিও চকলেট কেক ছুড়ে তার অভিবাসন বিরোধী অবস্থানের প্রতিবাদ জানিয়েছে।
২৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম