আন্তর্জাতিক ডেস্ক : আন্দোলনের ঘোষণা দিয়েছে ভারতের কর্নাটক রাজ্যের পুলিশ। সিনিয়র অফিসারদের অপমানের বিরুদ্ধে এ অহিংস আন্দোলনের ডাক দিয়েছে তারা। উদ্ভুত পরিস্থিতিতে এক সঙ্গে গণ ছুটিতে যাচ্ছেন রাজ্যের ৫০ হাজার পুলিশ সদস্য। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, কর্নাটক সরকারের বিরুদ্ধেও বিদ্রোহী পুলিশকর্মীদের তীব্র ক্ষোভ রয়েছে। এক 'বিদ্রোহী' পুলিশকর্মীর কথায়, 'শৃঙ্খলার নামে সিনিয়ররা দিনের পর দিন অপমান, হেনস্থা করছে। সামান্য বেতন। কোনও দিনও ছুটি দিতে চায় না। এ ভাবে চাকরি করা যায়? আমরা আর পারছি না। ঘর-সংসার বলে কিছু নেই আমাদের!'
এই প্রথম ভারতের কোনো রাজ্যে এমন অভিনব কায়দায় প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে পুলিশ সদস্যরা। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে ৫০ হাজার পুলিশকর্মী ছুটির আবেদন করে দিয়েছেন। তারা আবেদন পত্রে ছুটির কারণ হিসেবে লিখেছে 'হ্যারেজমেন্ট ভ্যাকেশন' বা হেনস্থ ছুটি। তবে রাজ্য প্রশাসন প্রতি জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ছুটির আবেদন মঞ্জুর না করার জন্য।
২৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম