বুধবার, ০১ জুন, ২০১৬, ০৬:৩৯:৫৯

‘আগামী ১৫ বছর প্রধানমন্ত্রী থাকবেন মোদি’

‘আগামী ১৫ বছর প্রধানমন্ত্রী থাকবেন মোদি’

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ বছরের মধ্যে সরকার বদল হচ্ছে না ভারতে। তিন বারের জন্য প্রধানমন্ত্রী হিসেব দায়িত্বে থাকছেন নরেন্দ্র মোদি। এমনটাই মনে করছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। ৭০ শতাংশ ভারতবাসী চায় ২০২৪ সাল পর্যন্ত মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে।

চলতি মাসে নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছিলেন ‘শাহেনশা’। এর জবাবে এনডিএ শরিক লোক জনশক্তি পার্টির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান বলেছেন, “নরেন্দ্র মোদি আগামী ১৫ বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। এই নিয়ে কংগ্রেসের চিন্তা করতে হবেনা।”

একইসঙ্গে তিনি জানিয়েছেন, 'যে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিকে এভাবে কটাক্ষ করা ঠিক হয়নি।'
১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে