আন্তর্জাতিক ডেস্ক : চলে গেলেন সর্বকালের সেরা ক্রীড়াবিদ মুহাম্মদ আলী। শনিবার সকালে তিনি মারা গেছেন। এর আগে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কিংবদন্তি এই মুষ্টিযোদ্ধা। সেখানে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন মুহাম্মাদ আলী। মৃত্যুর সময় তার কাছে ছিলেন সন্তানসহ পরিবারের সদস্যরা
৭৪ বছর বয়সী সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন আলীর শারিরীক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার তৃতীয় স্ত্রী ভেরোনিকা পোরশে শুক্রবার জানান, দুই মেয়ে লায়লা ও হানা তাদের বাবাকে দেখতে হাসপাতাল গেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
আলীর পরিবারের মুখপাত্র বব গানেল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, হেভিওয়েট বক্সিংয়ের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের অবস্থা কিছুটা ভালো। তবে আরও কিছু সময় তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭৪ বছর বয়সী আলি গত তিন দশকের বেশি সময় ধরে পারকিনসন্স রোগে ভুগছেন। কয়েক বছর ধরে তার অবস্থার আরও অবনতি হয়েছে। গত এপ্রিলে মুহাম্মাদ আলী পারকিনসন্স সেন্টারের সহায়তার জন্য অ্যারিজোনায় আয়োজন করা ‘সেলেব্রিটি ফাইট নাইট’-এ সবশেষ জনসমক্ষে এসেছিলেন।
অনেক বছর ধরেই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় ভোগা আলি ২০১৪ সালের ডিসেম্বরে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে মূত্রঘটিত সংক্রমণের চিকিৎসা করাতে হয় তাকে।
১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেওয়ার তিন বছর পর থেকেই পারকিনসন্স রোগে ভুগছেন তিন বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলি।
৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম