আন্তর্জাতিক ডেস্ক: নিজের শরীরের রক্ত দিয়ে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িরর দুর্গানগর কলোনিতে।
বহুদিন ধরেই দুর্গানগরে ভাড়া থাকতেন রঞ্জন পান্ডে (১৯) ও তার পরিবার। গতকাল শুক্রবার রাতে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন রঞ্জনের পরিবারের সদস্যরা। আজ সকালে তারা বাড়িতে ফিরে দেখেন রঞ্জনের রক্তে লেখা ‘তোমায় আমি ভালোবাসি, তুমি আমায় ভুলো না’।
তার মৃতদেহ দেখে খবর দেয়া হয় থানায়। পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে। উদ্ধার করা হয় রঞ্জনের ঘর রক্তে লেকা সুইসাইড নোট।
রক্ত দিয়ে লিখে গেছে, ‘তোমা খোব ভালোবাসি, তুমি আমা ভোলো না- তোমা রঞ্জন।’ একই কথা পাশে কলম দিয়েও লেখা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই প্রতিবেশী এক মেয়েকে ভালোবাসতেন রঞ্জন। যদিও তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মেয়েটি। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন রঞ্জন।
প্রাথমিকভাবে এমন ধারণাই করছে থানা পুলিশ।
৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম