এক্সক্লুসিভ ডেস্ক : শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলিমদের ইবাদতের মাস রমজান। জুন মাসের ৭ তারিখ থেকে এ রমজান শুরু হচ্ছে। এদিন থেকে রোজা পালন শুরু করবেন বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষ। ৩০ দিনের এই রমজানে প্রতিদিন নির্দিষ্ট থাকে সেহরি ও ইফতারের সময়। সেই ক্যালেন্ডার পেতে এবার অ্যাপও ব্যবহার করা যাবে।
Quran Majeed, Muslim Dua Now, Muslim Pro 2016 —এই তিনটি অ্যাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। জানা গিয়েছে, এই অ্যাপগুলিতে শহর অনুসারে প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচি ছাড়াও রমজানের নিয়ম, নমাজের নিয়ম ইত্যাদি জানা যাবে।
৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন