আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কার অদূরে মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আট শতাধিক হাজী।
বৃহস্পতিবার আল-আরাবিয়া, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরা অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। হতাহতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ টুইটার বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছিলেন হাজীরা। এ সময় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
দুর্ঘটনাস্থল এড়িয়ে হাজীদের বিকল্প পথে সরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
ভিডিওতে দেখা যাচ্ছে, আশপাশে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেকে স্বজনদের মৃতদেহের পাশে বসে আহাজারি করছেন। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অাবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম