এক্সক্লুসিভ ডেস্ক : চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, যেখানে জাহাজের কায়দায় পানি ঠেলে চলে ট্রেন। উত্তর জার্মানির এক প্রদেশে রেললাইন এমনভাবে এঁকেবেঁকে গেছে, যা দেখে মনেই হয় না এটা কোনো রেললাইন।
ভিয়েতানামে আবার রেললাইনের ওপরেই বসে বাজার। ট্রেন এলে সব গুটিয়ে পাশে দাঁড়িয়ে থাকে ক্রেতা-বিক্রেতারা। আবার ট্রেন চলে গেলে ছাউনি পেতে লাইনের একেবারে পাশেই বসে যায় বাজার।
আমেরিকার নর্থ ওয়িহোতে আবার ট্রেন চলে যে ট্র্যাকে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আয়ারল্যান্ডে আবার ট্রেন লাইনে বরফ জমে গেলে, ট্রেনকে বরফ কেটে দ্রুত গতিতে এগোতে হয়।
কোথাও আবার ট্রেন লাইনে হাঁটু সমান পানি। তাতে কী! ট্রেন একেবারে জাহাজের কায়দায় পানি ঠেলে এগিয়ে চলে ট্রেন। তথ্যসূত্র : জিনিউজ
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম