আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো জাতিসংঘের কোনো তহবিলে অর্থ দেবে না বলে হুমকি দিয়েছে। শিশু অধিকার লঙ্ঘনকারী হিসেবে সৌদি আরবকে জাতিসংঘ যে কালোতালিকাভুক্ত করেছে তা যদি জাতিসংঘের মহাসচিব প্রত্যাহার না করেন তারই পরিপ্রেক্ষিতে এসব দেশ এই ঘোষণা দিয়েছে বলে কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো আজ (মঙ্গলবার) জানিয়েছে, গত সপ্তাহে জাতিসংঘ সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেয়ার পর পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইসলামী ঐক্য সংস্থা বা ওআইসির সদস্যভুক্ত পররাষ্ট্রমন্ত্রীরা মহাসচিবের দপ্তরে ফোন করে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে।
গত সোমবার জাতিসংঘ অস্থায়ীভাবে কালো তালিকা থেকে সৌদি আরবের নাম প্রত্যাহার করে নেয়া সত্ত্বে সংস্থাটিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত বলেছেন, প্রত্যাহারের সিদ্ধান্তটি অপরিবর্তনীয় এবং শর্তহীন ।
এছাড়া, একটি সূত্র জানিয়েছে, জাতিসংঘকে মুসলিম বিরোধী হিসেবে আখ্যায়িত করে এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ফতোয়া দেয়া হবে বলে সৌদির ধর্মীয় নেতারা নাকি হুমকিও দিয়েছেন।এর অর্থ হচ্ছে ওআইসির কোনো রাষ্ট্র জাতিসংঘের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না, কোনো প্রকার যোগাযোগ করবে না এবং জাতিসংঘের কোনো তহবিল বা প্রজেক্টে কোনো অর্থ দেবে না।
সৌদি আরব এবং তার জোটবাহিনী দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বরোচিত বোমা হামলা চালানোর ফলে দেশটিতে নিহত ব্যক্তিদের ৬০ ভাগই শিশু হওয়ায় জাতিসংঘ এর আগে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছিল। ইয়েমেনে সৌদি বাহিনী এবং জোটের হামলায় ৫১০ জন শিশু নিহত এবং ৬৬৭ জন আহত হয়েছে। সূত্র : প্যারিস টুডে
৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই