আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো চীনের মুসলমানরাও এ বছর পবিত্র রমজান মাস পালন করছেন। এর আগে সংবাদ মাধ্যমে জানা গিয়েছিল, চীনে নাকি রমজান মাসে রোজা রাখতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
কিন্তু চীনে রোজা শুরু হয়েছে ৬ জুন থেকে, চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানরা রমজান মাসকে সংযমের মাস হিসেবে গণ্য করেন। গুরুত্বপূর্ণ এ মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের বেলায় খাওয়া ও কিছু কর্মকাণ্ড বন্ধ রাখতে হয় মুসলমানদের।
এতে বলা হয়, চীনের ধর্মীয় সংখ্যালঘু মুসলমানরা এ বছরও রোজা রাখার মধ্যদিয়ে পবিত্র এ মাসটি পালন করছেন। চীনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হুই, উইগুর, কাজাক, উজবেক, তাজিক ও কিরগিজ মুসলমানরা এবার রোজা পালন করছেন।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং এলাকায় প্রচুর মুসলমানের বাস। সে এলাকায় ২৪ হাজার মসজিদ রয়েছে। মসজিদগুলোতে প্রায় ১ কোটি ৩০ লাখ মুসলমান নামাজ পড়েন।
রোববার সরকারি কর্মকর্তারা স্থানীয় জিনজিয়াং ইসলামিক ইন্সটিটিউট পরিদর্শন করেন।
চীনা কমিউনিস্ট পার্টির রিজিওনাল কমিটির সেক্রেটারি রমজান উপলক্ষে বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন।
চীনে প্রায় ২ কোটি মুসলমান রয়েছেন। বিভিন্ন রাজ্যের নগর ও গ্রামে এবার তারা রমজান উদযাপন করছেন। এসব শহরের মধ্যে রয়েছে গানসু, নিনশিয়া ও বেইজিং।
রমজান পালনের বিষয়ে গানসু প্রভিন্সের রাজধানী লানঝুর একজন ইমাম ঝাং হেং বলেন, এখানকার মুসলমানেরা রোজা রেখে এবং ধর্মীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে রোজা উদযাপন করছেন।
গানসু প্রভিন্সের ধর্মবিষয়ক দপ্তরের কর্মকর্তা শিয়াও ইওচান জানান, মুসলমানদের এ প্রভিন্সে রোজা রাখার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করার জন্য রমজান মাসে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে, যারা নিয়মিত বিভিন্ন স্থান পরিদর্শন করে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন।
৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম