আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কীত মন্তব্য করে আলোচনায় আসায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ‘গৃহীত মনোনীত’ প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মসজিদ পরিদর্শনের আহ্বান জানিয়েছেন স্কটল্যান্ডের মুসলিমরা। এ মাসেই তার স্কটল্যান্ড সফরে যাওয়ার কথা।
এই সফরের সময়ে তাকে ওই মসজিদ পরিদর্শন করতে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তিনি ইসলাম সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি আছে তা পাল্টে যায়। যাতে করে ইসলাম কী?, সে সম্পর্কে তিনি শিক্ষা নিতে পারেন। প্রাইমারি ও ককাস নির্বাচনের আগে গত বছর প্যারিস ও ক্যালিফোর্নিয়ায় হামলা চালায় উগ্রপন্থিরা। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাব করেন। এর ফলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিক হলেও তারর মা ছিলেন স্কটিশ। আর সেই স্কটল্যান্ডেই সফরে আসার কথা রয়েছে ট্রাম্পের। স্কটল্যান্ডের এডিনবার্গ কেন্দ্রীয় মসজিদের ইমাম ইয়াহিয়া বেরি বলেছেন, তিনি যদি মুসলিম সম্প্রদায়ের এ আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে তাতে তিনি নিজে অতটা উগ্র নন এটাই প্রমাণিত হবে।
ইমাম ইয়াহিয়া বলেন, আমি বলবো, হাই ডোনাল্ড, আমরা মুসলিম। আমাদের মসজিদে আপনাকে স্বাগতম। আপনি কি এখনও পশ্চিমা সভ্যতায় মুসলিমদেরকে হুমকি হিসেবে দেখেন?
১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস