শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১০:১০:১৩

টার্গেট কিলিংয়ের সবচেয়ে বড় তালিকা প্রকাশ করল আইএস, কাদের নাম আছে তালিকায়?

টার্গেট কিলিংয়ের সবচেয়ে বড় তালিকা প্রকাশ করল আইএস, কাদের নাম আছে তালিকায়?

আন্তর্জাতিক ডেস্ক : হত্যা পরিকল্পনার একটি তালিকা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। ওই তালিকা অনুযায়ী প্রায় ৮ হাজার ৮৪৮ মার্কিন নাগরিক আইএসের টার্গেটে রয়েছে। এছাড়া ৩১২ জন কানাডীয়, ৩৮ জন ব্রিটিশ এবং ৬৯ জন অস্ট্রেলিয়ান নাগরিকের নাম রয়েছে।

এ পর্যন্ত আইএস যতগুলোর হত্যার পরিকল্পনার তালিকা প্রকাশ করেছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় তালিকা বলে দাবি করেছে একটি ব্রিটিশ গণমাধ্যম। আর ভারতের এনডিটিভি জানিয়েছে, আইএস সমর্থিত এক সাইবার হ্যাকার গ্রুপ ৮ হাজার ৩শ ১৮ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এদের সবাইকে হত্যার পরিকল্পনা করছে তারা।

একটি গোপন ম্যাসেজ সার্ভিস অ্যাপসের মাধ্যমে ওই ব্যক্তিদের নাম, ঠিকানা এবং ইমেইল অ্যাড্রেসও প্রকাশ করেছে হ্যাকার গ্রুপটি।

ওই গ্রুপটি তাদের অনুসারীদের এই তালিকা অনুসরণের জন্য আহ্বান জানিয়েছে। শুধু তাই নয় টার্গেটে থাকা ওই ব্যক্তিদের হত্যা করে মুসলমানদের জন্য প্রতিশোধ নিতে বলা হয়েছে।
১০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে