শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৫:৫৪:৪৫

ইরানের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না : ফরাসি স্পিকার

ইরানের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না : ফরাসি স্পিকার

আন্তর্জাতিক ডস্কে : ফরাসি সংসদের স্পিকার ক্লদ বার্তোলোন বলেছেন, ইরানের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না। ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার আলী লারিজানির সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেন তিনি। আলী লারিজানি দ্বিতীয় দফায় মজলিশে শুরার স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছিলেন ফরাসি সংসদের স্পিকার।

তিনি বলেন, বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং এক্ষেত্রে ইরান ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না।

অদূর ভবিষ্যতে নিজের তেহরান সফরে আসার সম্ভাবনার কথা উল্লেখ করে ফরাসি সংসদ স্পিকার বলেন, ইরান ও ফরাসি কর্মকর্তাদের মধ্যে পরামর্শের জন্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ইউরোপ সফরের অংশ হিসেবে গত জানুয়ারি মাসে প্যারিস সফর করেন। গত ১৬ বছরের মধ্যে এটি ছিল কোনো ইরানি প্রেসিডেন্টের প্রথম ফ্রান্স সফর।-প্যারিসি টুডে
১০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে