আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আম আদমি পার্টি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয় পেয়েছেন বলে মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ ১০ জুন (শুক্রবার) দিল্লি বিধানসভায় ট্যাঙ্কার কেলেঙ্কারি নিয়ে বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা সরব হলে জবাবে কেজরিওয়াল ওই মন্তব্য করেন। প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
কেজরিওয়াল বলেন, ‘মোদি সরকারের ইতিহাস হল, তারা সংবিধানে বিশ্বাস করে না। যে দুর্নীতির কথা বলা হচ্ছে তা শীলা দীক্ষিতের (সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী) আমলের। এটা সবাই জানে কংগ্রেস এবং বিজেপির মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক। কপিল মিশ্র এ নিয়ে আমাকে চিঠি লিখেছেন। কিন্তু এসিবি (দুর্নীতি দমন শাখা) আমাদের হাতে নেই। আমরা দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজ তুলেছি তাতে মোদ ভয় পেয়ে গেছেন।’
কেজরিওয়াল দাবি করেন, দিল্লির সরকারই একমাত্র সরকার যারা যত ওয়াদা করেছিল তা পূরণ করেছে।
কেজরিওয়াল বলেন, ‘বিজেপি সরকার দেশে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে। দলিত এবং মুসলিমদের ঘৃণা করে মোদি সরকার। এজন্য লাগাতর দেশে দলিত এবং মুসলিমদের উপরে হামলা হচ্ছে। মোদিজিকে একটি কথা বলতে চাই যে আমরা কিছুতে ভয় পাওয়ার লোক নই। আমরা সত্যের জন্য লড়াই করছি। জেলে যেতেও আমরা ভয় পাই না।’
আজ বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা বিধানসভার টেবিলের উপরে উঠে অভিনব কায়দায় ট্যাঙ্কার কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেয়ার দাবি করেন।
এ ঘটনায় ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দলটির নেতা আশুতোষ ‘বিজেন্দ্র গুপ্তার আচরণ প্রসঙ্গে বলেন, ‘এরা এমন একটি দল যারা প্রকাশ্যে গুণ্ডামিকে উৎসাহিত করে। যে ধরণের অভদ্রতা, গুণ্ডামি, বিজেপি’র লোকেরা করছে তাতে বিজেপির সিনিয়র নেতারা নিশ্চুপ হয়ে রয়েছেন। তাহলে কি বিজেন্দ্র গুপ্তাকে এ ধরণের কাজের অনুমতি দেয়া হয়েছে?’
১০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই