শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৮:৫০:০০

চীনকে ঠেকাতে এক হলো দক্ষিন কােরিয়া ও জাতিসংঘ!

চীনকে ঠেকাতে এক হলো দক্ষিন কােরিয়া ও জাতিসংঘ!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ও কোস্ট গার্ড এবং জাতিসংঘ কমান্ড দেশটির পশ্চিম উপকূলের বিতর্কিত সাগরসীমা থেকে চীনা জেলেদের অবৈধ মাছ ধরা ঠেকাতে আজ (শুক্রবার) থেকে একযোগে অভিযান শুরু করেছে। কোরিয় যুদ্ধবিরতি তদারকির জন্য সেখানে জাতিসংঘ কমান্ড মোতায়েন রয়েছে।

দুই কোরিয়ার মধ্যবর্তী প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে যৌথভাবে টহল শুরু করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। চীনা মাছ ধরার নৌকা বের করে দেয়ার জন্য সামরিক পুলিশের চৌকি বসানো হয়েছে বলেও জানান তিনি। খবর প্যারিস টুডে।

নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে এ তৎপরতার বিষয়টি উত্তর কোরিয়াকে অবহিত করা হয়েছে। জয়েন্ট চিফস অব স্টাফের দফতর থেকে আরেক কর্মকর্তা আলাদাভাবে এ কথা জানিয়েছেন।

ওই এলাকায় ১০টির বেশি চীনা মাছ ধরার নৌকা ছিল এবং যৌথ অভিযান শুরুর পর সেগুলো উত্তর কোরিয়ার উপকূলের দিকে পালিয়ে গেছে বলে সিউল দাবি করেছে। অবশ্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করে নি।

চীনা ট্রলারগুলোর অবৈধ মাছ ধরার বিষয়ে দক্ষিণ কোরিয়া একাধিকবার বেইজিং’র কাছে অভিযোগ করেছে। ওই এলাকায় দুইটি চীনা ট্রলারকে আটকের পর এসব অভিযোগ জানানো হয়। এ ইস্যুর স্থায়ী নিষ্পত্তির জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চো জুন।
১০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে