আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত চারজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে মসজিদটির পেশ ইমামও রয়েছেন। আজ (শুক্রবার) পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশটির ওই মসজিদে যখন মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে সমবেত হয়েছিলেন তখন এ ন্যক্কারজনক হামলা চালানো হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পূর্বে নানগারহার প্রদেশের রোদাত জেলার হিসারাক জামে মসজিদে আজ দুপুরে এ বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে খোগিয়ানি জানিয়েছেন।
কোনো জঙ্গি গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবানসহ উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো অতীতে আফগানিস্তানে এ ধরনের বহু সন্ত্রাসী হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতাও বেড়ে গেছে।-প্যারিস টুডে
১০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই