আন্তর্জাতিক ডেস্ক : এক অভিনব কায়দায় চুরি নজরে এলো পশ্চিমবঙ্গের কোচবিহারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। তাও আবার পুলিশের নাকের ডগায়। এভাবেও যে ভরা ব্যাঙ্কে সবার সামনে টাকা খোয়া যেতে পারে তা কল্পনাতেও ভাবতে পারবেন না অনেকেই। টাকার টোপ দিয়েই লক্ষাধিক টাকা নিয়ে ধাঁ হয়ে যায় চোর।
শুক্রবার সকালে ব্যাঙ্কে টাকা তুলতে যান মনোরঞ্জন দত্ত নামে এক ব্যক্তি। তিনি সরকারের এক অবসরপ্রাপ্ত কর্মী। কোচবিহার চিত্রকর পাড়ার বাসিন্দা।
ব্যাঙ্ক থেকে এক লাখ তিন হাজার টাকা তোলেন। CCTV ফুটেজে দেখা গেছে, মনোরঞ্জনবাবু ওই টাকা একটি টেবিলের সামনে দাঁড়িয়ে গুনছিলেন। তার কাছেই তখন দাঁড়িয়ে এক চোর। হঠাৎই সে টেবিলের নীচে কিছু টাকা ছড়িয়ে দেয়। তারপর মনোরঞ্জন বাবুকে টোকা মেরে তা দেখায়। মনোরঞ্জন দত্ত মনে করেন, তার টাকা অসাবধানবশত পড়ে গেছে। তিনি নীচু হয়ে টাকা তুলতে যান। ঠিক তখনই অপর এক চোর টেবিলের উপর রাখা এক লাখ তিন হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ব্যাঙ্কের ভিতরেই তখন মজুত পুলিশকর্মী।
ব্যাঙ্কের ভিতর থেকে এধরনের অভিনব চুরিতে হতবাক ব্যাঙ্ককর্মী থেকে ব্যাঙ্কের গ্রাহক সকলেই। পুলিশে অভিযোগ দায়ের করেছেন মনোরঞ্জন দত্ত। CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস