আন্তর্জাতিক ডেস্ক :সুদানের পূর্বাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুম ও পূর্বাঞ্চলীয় নগরী পোর্ট সুদান সিটির সংযোগ সড়ক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আফ্রিকা রিভিউ জানিয়েছে, খার্তুম থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে লোহিত সাগরসংলগ্ন আলরোজল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ আরো জানায়, খার্তুম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পোর্ট সুদান থেকে আসা গ্যাস সিলিন্ডার বহনকারী লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা ঐ সময়ে উমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছিলেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছোট যাত্রীবাহী বাসটিতে ৫০ জনের বেশি লোক ছিল। ভয়াবহ সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৩২ জন নিহত হন। আহত অন্যদের চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরের হায়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসেই একই সড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। সুদানে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর অনেক প্রাণহানির ঘটনা ঘটে। ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৬৬২ জন প্রাণ হারান।
সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটা দেশগুলোর মধ্যে অন্যতম সুদান। বেপরোয়া গাড়ি চালানো, ভাঙা রাস্তা ও অনুপযুক্ত গণপরিবহনের কারণে দুর্ঘটনা ঘটে থাকে।
১১জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম