আন্তর্জাতিক ডেস্ক : আকবর খানের জন্ম মুসলমানের ঘরে। গর্বের সাথে নিজের পরিচয়টাও দেন একজন মুসলিম হিসেবে। তবে আকবর উপাসনা করেন শিবের। এমনকি সেই শিবের প্রতি ওই মুসলমান যুবকের ভক্তি এতটাই যে শিবের সম্মানে একটি বিরাট মন্দিরই তৈরি করে ফেলেছেন তিনি। খবর ইন্ডিয়া টিভি’র।
ভারতের রাজস্থানের টোঙ্ক জেলার বাসিন্দা আকবর খানের বয়স এখন ৩৯ বছর। ছোটবেলা থেকে যখনই জীবনে কোনো সমস্যায় পড়তেন মসজিদে গিয়ে প্রার্থনার পাশাপাশি শিব মন্দিরেও ছুটে যেতেন আকবর।
তিনি মনে করেন, একমনে শিবকে ডাকলে জীবনের যে কোনো সমস্যারই সমাধান পাওয়া যায়। আর সেখান থেকে শিবের প্রতি আকবরের ভক্তি বাড়তে শুরু করে। এক পর্যায়ে শিবের একটি মন্দির নির্মাণ করবেন বলে স্থির করেন তিনি। তারপর উপযুক্ত সময় বুঝে মন্দির তৈরি করে ফেলেন।
গত মাসে রাজস্থানের ওম বিহার কলোনি অঞ্চলে উন্মোচিত হয়েছে আকবরের তৈরি করা সেই শিব মন্দির। ভূতেশ্বর মহাদেব নামে পরিচিত মন্দিরটি গড়ে উঠেছে ১০০ বর্গমিটার এলাকা জুড়ে। শিবের নানা রূপের নানা আকৃতির বিগ্রহ ঠাঁই পেয়েছে সেই মন্দিরে। মন্দিরের মূল বিগ্রহটির উচ্চতা প্রায় ১০০ ফুট।
আকবর জানান, তার নিজের সম্প্রদায়ের মানুষও মন্দির তৈরিতে বাধা দেননি তাকে। আকবর বলেন, ‘শিব নামে ডাকি অথবা আল্লাহ- সবই তো এক।’ আকবরের এই কীর্তিতে সাড়া ফেলেছে পুরো রাজ্য জুড়ে। বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভক্তরা মন্দির দর্শন করতে।
১১ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস