শনিবার, ১১ জুন, ২০১৬, ০৬:৪৬:১২

অবাক কান্ড মা-মেয়ের এক স্বামী!

অবাক কান্ড মা-মেয়ের এক স্বামী!

 আন্তর্জাতিক ডেস্ক : মেয়ে যেন সুখে থাকে তাই জামাইকে সবচেয়ে বেশি আদর যত্ন করেন শাশুড়ি। বিশেষ বিশেষ দিনে জামাইকে মনের মতো করে খাওয়াবেন বলে শাশুড়িরা অপেক্ষায় থাকেন। কিন্তু মেয়ের সুখের কথা ভেবে কাছে এসে আবার সেই জামাইকে নিজের করে নিতে পারে কোনো শাশুড়ি? ভাবছেন পাগল হয়েছি? আমি তো হয়েই বসে আছি, আপনি নিজেও হবেন একটু পর।  

বিহারের মুকেশ আর আশা দেব, দুজনের সম্পর্ক জামাই-শাশুড়ির। তাদের মধ্যে এতোই প্রেম যে, দুজন দুজনের জন্যই পাগল। একে অন্যকে একদিন না দেখলেই মন আনচান করে।

পরিস্থিতি এমন ঘোলাটে হয় যে, দুজন-দুজনের সঙ্গে বাঁচা-মরার 'কসম' খেয়ে বসেন। তারপর একদিন মা আশাকে মেয়ের সতীন করে ঘরে তুলেন মুকেশ।

এ ঘটনার পর পঞ্চায়েত বসেছিল তাদের বিচার করতে। কিন্তু কিছুই করতে পারেনি। তাদের এই অসম প্রেমের কাছে হার মেনেছে সবাই।

বিয়ের পর এখন দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গেই থাকছেন মুকেশ। অবশ্য মা-মেয়ের সম্পর্ক এখন বদলে দুজন দুজনার হয়েছেন সতীন।
১১জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে