শনিবার, ১১ জুন, ২০১৬, ০৪:৩৩:৩১

‘আমি নিশ্চয়তা দিচ্ছি হিলারি প্রেসিডেন্ট হবেন’

‘আমি নিশ্চয়তা দিচ্ছি হিলারি প্রেসিডেন্ট হবেন’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী সিনেটর এলিজাবেথ ওয়ারেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছেন। দীর্ঘদিন নিরপেক্ষ থাকার পর তিনি হিলারিকে সমর্থন দিলেন।

হিলারিকে সমর্থন দিয়ে ওয়ারেন বলেছেন, “আমি প্রস্তুত। আমি এ লড়াইয়ে শরিক হতে প্রস্তুত রয়েছি; আমি নিশ্চিত করতে চাই যে, হিলারি পরবর্তী প্রেসিডেন্ট হবেন। এবং আপানার এও নিশ্চিত থাকুন যে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ধারে কাছেও যেতে পারবেন না।” খবর প্যারিস টুডে।

ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত এ সিনেটর “দি বোস্টন গ্লোব’কে বলেন, তিনি হিলারি ক্লিনটনকে সমর্থন দিচ্ছেন এ কারণে যে, হিলারি একজন যোদ্ধা; তিনি একজন সাহসী যোদ্ধা। ওয়ারেন বলেন, “আমি এ লড়াইয়ে অংশ নিচ্ছি এবং হিলারিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাব।

ওয়ারেন হার্ভাড ল স্কুলের সাবেক প্রফেসর ছিলেন। তিনি বলেন, ডেমোক্র্যাট দলের জন্য হিলারির মতো একজন নেতা দরকার যিনি তাদের জন্য লড়তে পারবেন। তিনি আরো বলেন, দেশের জন্য এ মুহুর্তে যেমন নেতা দরকার হিলারি ক্লিনটন ঠিক তেমনই।

এর আগে, প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারি ক্লিনটনকে তার দলের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। তারপর এলিজাবেথ ওয়ারেন হিলারির প্রতি সমর্থন ঘোষণা করলেন। ওবামা বলেছেন, হিলারিই প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য সবচেয়ে বেশি যোগ্য।

ডেমোক্র্যাট দলের আরেক প্রার্থী বার্নি স্যান্ডার্স ওবামার সঙ্গে বৈঠক করার পর বলেছেন, ডোনাল্ডকে ঠেকানোর জন্য তিনি হিলারির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। তবে তিনি প্রার্থীতা প্রত্যাহার করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেন নি। হিলারি এরইমধ্যে দলীয় ২,৩৮৩টি ডেলিগেট ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন।
১১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে