আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর শুধু নেশা আর নেশা। জমানো সঞ্চয় থেকে বউয়ের গয়না বিক্রি, আড়াই বিঘা জমিও বিক্রিও করে দেন স্বামী।
এবার বাকি জমিও বিক্রি করে তা দিয়ে পানীয় কেনার টাকা জোগাড় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু আর কত সহ্য করা যায়! শেষপর্যন্ত স্বামীকে শিক্ষা দিতে চণ্ডীরূপ ধারণ করতে হলো স্ত্রীকে।
ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার সিসোয়া গ্রামে প্রকাশ্যে স্বামীকে ধরে পেটালেন স্ত্রী। বউয়ের ধোলাইয়ে নাজেহাল স্বামী।
জানা গেছে, হাতে টাকা থাকলে আর বাড়ি ফিরতেন না উর্মিলার স্বামী। সংসার, সন্তানদের ভবিষ্যৎও খেয়াল থাকত না তার।
নেশার টাকা জোগাড়ে বাকি জমি বিক্রি করতে রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন তিনি। সেখানে হাজির হন উর্মিলাও।
জমি বিক্রি না করার অনুরোধ করেন স্ত্রী। কিন্তু ভালো কথায় কাজ না হওয়ায় প্রকাশ্যেই স্বামীর ওপর চড়াও হন তিনি।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম