আন্তর্জাতিক ডেস্ক : তথাগত রায়কে ঘিরে নতুন করে বিতর্কের দানা বাঁধল৷ বিতর্কের উৎস একটি বই৷ ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের লেখা 'যা ছিল আমার দেশ' বই নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷
'যা ছিল আমার দেশ' নামের এই বইটির বেশ কিছু অংশ নিয়ে উঠেছে আপত্তি৷ কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে ‘বিতাড়িত’ হিন্দুদের নিয়েই লেখা হয়েছে এই বই৷ দেশভাগের ফলে ভিটেহারা হন বহু মানুষ৷ বাড়িছাড়া, জমিহারা মানুষেরা অনেক যন্ত্রণা বয়ে নিয়ে কাঁটাতার পেরিয়ে আসেন এদেশে৷ তবুও শেষ হয় না এই রিফিউজিদের জীবন সংগ্রাম৷ বইটির ছত্রে ছত্রে উঠে এসেছে দেশভাগের সেই যন্ত্রণার রক্তাক্ত ইতিহাস৷
তবে বইটিতে তথাগত রায় লিখেছেন, দেশভাগের পরও আজও সেই কাঁটাতার পেরিয়ে জীবনের খোঁজে এপারে আসেন বহু মানুষ৷ তার ব্যক্তিগত রাজনৈতিক মতামত বইয়ের পাতায়৷ আপত্তি উঠেছে ঠিক এখানেই৷ বিতর্ক বেঁধেছে বইটির উৎসর্গের অংশটিতেও৷ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বঙ্গবন্ধু শেখ মুজিবরকে বইটি উৎসর্গ করেছেন তথাগত রায়৷ রাজ্যপালের মতো এক সাংবিধানিক পদে থাকাকালীন কি এমন বই প্রকাশ করা যেতে পারে? সেই নিয়ে উঠেছে প্রশ্ন৷
একসময় পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি তথাগত রায় এখন ত্রিপুরার রাজ্যপাল৷ কিন্তু রাজ্যপালের মতো নিরপেক্ষ সাংবিধানিক পদে থেকে এরকম রাজনৈতিক মতামত সমৃদ্ধ বই প্রকাশ নিয়ে বিতর্ক এখন সব মহলে৷ প্রশ্ন উঠছে, বিজেপির অনুপ্রবেশ তথ্যকে সমর্থন করাই কি এই বই প্রকাশের উদ্দেশ্য?
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তথাগত রায়৷ তার বক্তব্য, ২০০০ সালে এই একই বিষয়ে তিনি ইংরাজিতে একটি বই লিখেছিলেন৷ তাই এই নিয়ে নতুন করে বিতর্কের কোনও মানে হয় না বলেই মনে করছেন তিনি৷
১৩ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস