আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর --কামী নাইটক্লাবে এক মুসলিম তরুণের গুলিতে অর্ধশত মার্কিনি নিহত হওয়ার পর নিজেকে ‘অভিনন্দন’ জানালেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম ওই হামলায় আরো অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। স্বভাবতই প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে মার্কিন রাজনীতিকরা ওই হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে ব্যতিক্রমী এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলে সমালোচিত ট্রাম্প তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘চরমপন্থী ইসলামি সন্ত্রাসবাদ সঠিকভাবে বুঝতে পারার জন্য (নিজেকে) অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন চাই না। আমি চাই কঠোরতা ও নজরদারি। আমাদের চতুর হতে হবে।’
হামলায় অভিযুক্ত ওমর মতিন সম্পর্কে নিকটজনেরা বলছেন, তিনি ততটা ধর্মপরায়ণ ছিলেন না। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
তবে ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট ওবামা কী এখনো চরমপন্থী ইসলামি সন্ত্রাসবাদ কথাটি বলবেন না? সেটা না করলে তার অবিলম্বে লজ্জাজনকভাবে পদত্যাগ করা উচিত।’
প্রেসিডেন্ট ওবামা রবিবারের ওই হামলাকে ‘সন্ত্রাসবাদী কাজ এবং বিদ্বেষপ্রসূত কাজ’ বলে মন্তব্য করেছেন।
ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনও একে সন্ত্রাসবাদী এবং বিদ্বেষপ্রসূত কাজ বলে মন্তব্য করেছেন। তবে তারা কেউই ইসলামি সন্ত্রাসবাদী শব্দটি ব্যবহার করেননি।
১৩ জুন/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম